জুলাই গণহত্যার বিচার দাবিতে কুমিল্লায় ছাত্রশিবিরের বিক্ষোভ
জুলাই গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি কান্দির পাড় গিয়ে শেষ হয়। পরে পূবালী চত্বরে সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা (আওয়ামী লীগ) হুংকার দিচ্ছে। আমরা বলে দিতে চাই। আপনার কাপুরুষের দল। আপনারা ছাত্রলীগ দিয়ে ও পেটুয়া পুলিশ দিয়ে আমাদের দমন করতে চেয়েছিলেন। রাষ্ট্রযন্ত্রের সকল শক্তি দিয়ে আমাদের দমন করার চেষ্টা করেছিলেন। আমরা ছাত্রসমাজ বলে দিয়েছিলাম কোনো ফ্যাসিবাদকে এই বাংলার মাটিতে আমরা টিকতে দেব না।
বিজ্ঞাপন
সিবগাতুল্লাহ বলেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবেন তাদের বলে দিতে চাই, আমাদের রক্ত এখনো শুকায়নি, আমাদের শহীদ ভাইদের চেতনা আমরা ধারণ করি। আপনাদের উচিত শিক্ষা দিতে ছাত্রশিবির রাজপথে শক্তিশালী অবস্থান গ্রহণ করবে। বাংলাদেশের মানুষের যখন মুক্তি অনিশ্চিত ছিল, তখনই ইসলামী ছাত্রশিবির ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে জনতার মুক্তি নিশ্চিত করেছিল। দেশকে আবার অস্থিতিশীল করতে তারা অপচেষ্টা করছে। আপনারা কোনো ষড়যন্ত্র নিয়ে আর সফল হবেন না। কারণ বাংলাদেশের ছাত্রসমাজ চব্বিশে জেগে গিয়েছে।
ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী। সমাবেশে সঞ্চালনা করেন ছাত্রশিবির কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক হাছান আহমেদ।
আরিফ আজগর/আরএআর