ফরিদপুরে মামুনুল হক
অন্তর্বর্তীকালীন সরকারকে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয়নি
বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একেবারে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয়নি। একটা নির্ধারিত সময়ের জন্য আপনাদেরকে ক্ষমতার মসনদে বসানো হয়েছে। আপনাদের সুনির্দিষ্ট একটা এজেন্ডা রয়েছে। সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আপনারা প্রয়োজনীয় সংস্কার সারবেন। ফ্যাসিবাদের আগ্রাসনে ভেঙে পড়া বাংলাদেশকে শুধুমাত্র জরুরি পুনর্নির্মাণ করে অতিদ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। লেবেল প্লেইং ফিল্ড তৈরি করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের রাস্তায় আপনারা চলা শুরু করুন।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ‘শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে’ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মামুনুল হক বলেন, ফ্যাসিবাদ দুই হাজার লাশের ওপর ক্ষমতায় থাকতে চেয়েছিল। বাংলাদেশে ক্ষমতার মসনদ যেন ক্ষমতাসীনদের কাছে রক্তের চেয়ে দামি না হয়। আমরা ভবিষ্যৎ রাষ্ট্রীয় কর্ণধারদের স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, জনগণের জানমাল ইজ্জত আব্রু তাদের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জনগণের রক্তের ওপর দিয়ে ক্ষমতার মসনদে কেউ থাকার চেষ্টা করবেন না। জনগণ যতদিন চায় ততদিন থাকবেন। জনগণের নার্ভ এবং তাদের পালস অভিপ্রায় বুঝবার চেষ্টা করুন।
মামুনুল হক বলেন, চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি প্রসিকিউটরকে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী ইসকনের জঙ্গিবাদীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বর্বর হত্যাকাণ্ডের নিন্দা জানাই। এ জাতীয় হত্যাকান্ড এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উসকানিমূলক সকল তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানাই।
তিনি বলেন, ইসকনকে এবং ইসকনের অপতৎপরতা যদি রুখে দেওয়া না যায় তাহলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্থিতিশীল পরিবেশ এ পরিবেশকে ওরা জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে।
মামুনুল হক বলেন, আমরা আবাক বিস্ময়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে। সর্বোচ্চ আদালতের দিকে। এখনো ইসকনকে কেন নিষিদ্ধ করা হয় নাই। আজ আমরা ফরিদপুরের জনসভা থেকে ঘোষণা করতে চাই এই ইসকন নামক উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ করা না হয় বাংলার মাটিতে ইসকনকে আবাঞ্ছিত করতে, উৎখাত করতে, যা করতে হয় আমরা নিজেরা করব।
সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে খেলাফতে মজলিশের প্রার্থী হিসেবে মাফতি শরাফত হোসাইন এবং ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের জন্য মিজানুর রহমান মোল্লাকে দলীয় মনোনয়ন দিয়ে তাদের হাতে দলীয় প্রতীক রিকশা তুলে দেন।
সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিশ ফরিদপুরের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, খেলাফত মসলিশ ফরিদপুর শাখার প্রধান উপদেষ্টা আকরাম আলী, জেলার উপদেষ্টা মাওলানা হেলালউদ্দিন, আবুল হুসাইন শাকপালদিয়া মাদরাসার প্রিন্সিপাল লিয়াকত আলী প্রমুখ।
জহির হোসেন/আরএআর