ছাত্রদের সব কিছু দিয়ে সহায়তা করেছে বিএনপি : সেলিম
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, আমাদের ছাত্র-জনতা জুলাই বিপ্লবে দীর্ঘদিন আন্দোলন করেছে। এই জনতা কারা ছিল? এই জনতার আদলে ছিল বিএনপি। বিএনপি ছাত্রদেরকে সব কিছু দিয়ে সহায়তা করেছে। ছাত্ররা একপর্যায়ে মাঠে যখন নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। সকল নির্দেশনা ছিল তারেক রহমানের। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে বিএনপি।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সেলিম ভূইয়া বলেন, শেখ হাসিনার শাসনামলে মানুষকে শোষণ করা হয়েছে, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের মানুষ ছিল জিম্মি। সেই সরকারের দোসররা এখন পতনের পর বিএনপির নানান পর্যায়ের নেতাদের সঙ্গে যোগ দিয়ে বিএনপিকেও চাচ্ছে বিতর্কিত করতে। বিএনপি জনগণের দল, এই দলে হাইব্রিডদের কোনো জায়গা নাই।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভূইয়া।
আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে আয়োজিত সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।
দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে নেতাকর্মীদের ঢল নামে। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪টি পদে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । তাদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী হলেন বর্তমান আহ্বায়ক মো. জয়নাল আবেদীন আব্দু। সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান সদস্য সচিব মো. খোরশেদ আলম ভূইয়া।
পৌর বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান আহ্বায়ক মো. সেলিম ভূইয়া ও সদস্য সচিব প্রার্থী মো. আক্তার খান। প্রতিটি পদে একজন করে প্রার্থী হওয়ায় তাদের বিজয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। তবে সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদ ভূইয়া বলেছেন, দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা হবে। আখাউড়া বিএনপিতে কোনো বিভেদ নেই, সবাই ঐক্যবদ্ধ রয়েছে । প্রার্থীরা কমিটির ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত মেনে নেবে।
মাজহারুল করিম অভি/আরএআর