গৃহহীন বীর মুক্তিযোদ্ধাকে বাড়ি বানিয়ে দিল সেনাবাহিনী
গৃহহীন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীকে বাড়ি বানিয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে রাজশাহী নগরীর হারুপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীর হাতে বাড়ির চাবি তুলে দেন বগুড়া সেনানিবাসের ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন ইশমাম বিন মুনীর।
শাহজাহান আলী বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। এখন তিনি অবসর জীবনযাপন করছেন। এতদিন তিনি গৃহহীন ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর পক্ষ থেকে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পের আওতায় এ বাড়ি নির্মিত হয়েছে। দুই কক্ষের বাড়িতে আলাদা রান্নাঘর ও টয়লেট সুবিধা রয়েছে। সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে বসানো হয়েছে টিউবওয়েল।
এর আগে বগুড়া সেনানিবাস তিনটি বাড়ি নির্মাণ করে গৃহহীন সেনা বীর মুক্তিযোদ্ধাদের
হস্তান্তর করেছে। আরও দুটি বাড়ি নির্মাণাধীন।
ফেরদৌস সিদ্দিকী/এএম