ফেনীতে পলিথিন বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা
ফেনী শহরের বড় বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা ও ১২৩ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসাইন।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বড় বাজারে মুড়ির পট্টি ও খাজা আহম্মদ সড়কে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরিদ রেকসিনের মালিক ফরিদ উদ্দিনের দোকান থেকে ১৯ কেজি পলিথিন জব্দ ও ৭ হাজার টাকা জরিমানা, নাজিম এন্টারপ্রাইজ থেকে ৬০ কেজি পলিথিন জব্দ ও ১৫ হাজার টাকা, রুবেল এন্টারপ্রাইজ থেকে ৪৪ কেজি পলিথিন জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রি না করতে স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে কাজ চলছে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের ল্যাব অ্যাটেনডেন্ট সাইফুল করিম রমি, নমুনা সংগ্রহকারী সম্রাট জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। এতে ফেনী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
তারেক চৌধুরী/এমজেইউ