বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত
দাফনের ১১২ দিন পর সুমনের মরদেহ উত্তোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার মহম্মদপুরে গুলিতে নিহত শিক্ষার্থী সুমন শেখের (১৮) মরদেহ দাফনের ১১২ দিন পর উত্তোলন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার বালিদিয়া গোলাম কিবরিয়া হাফেজিয়া মাদরাসা কবরস্থান থেকে সুমনের মরদেহ উত্তোলন করা হয়।
এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা মহম্মদপুর থানা পুলিশের পরিদর্শক মুন্সি রাসেল হোসেন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে মহম্মদপুর থানা ভবনের অদূরে গুলিতে নিহত হন সুমন শেখ। সুমনের বাড়ি উপজেলার বালিদিয়া এলাকায়। তখন ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়েছিল।
এ ঘটনায় নিহত সুমন শেখের বাবা মো. কানু শেখ গত ১৫ আগস্ট মহম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় অভিযুক্তদের অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সুমন গুলিতে নিহত হন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
আদালতের নির্দেশে সোমবার দুপুরে মরদেহটি উত্তোলন করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ পুনরায় দাফন করা হয়।
মামলার তদন্তের স্বার্থে আদালত সুমনের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মুন্সি রাসেল হোসেন। তিনি জানান, এ পর্যন্ত মামলার এজহারনামীয় ৭ জন আসামি ও দুইজন অজ্ঞাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমজেইউ