ময়মনসিংহে বিআরটিসি বাসের সঙ্গে সাধারণ বাস শ্রমিকদের মারপিটের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এই অবরোধের ঘটনা ঘটেছে।

এতে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে সংযুক্ত কিশোরগঞ্জ, শেরপুর ও নেত্রকোণা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সবগুলো সড়কেই ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়।

ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, বিআরটিসি বাসের শ্রমিকরা নেত্রকোনাগামী একটি মহুয়া বাসের হেল্পারদের মারধর করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হলে বিআরটিসির লোকজন পাটগুদাম মোড়ে এসে মহুয়া কাউন্টারে ভাঙচুর করে। এতে দুইজন শ্রমিক আহত হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসাধীন। মূলত এ ঘটনায় বাস শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এরপরও আমরা শ্রমিকদের বুঝানোর চেষ্টা করছি কিন্তু তারা মানছেন না। তারা হামলার ঘটনায় জড়িতদের বিচারসহ বিআরটিসি বাস বন্ধের প্রতিশ্রুতি চান।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি) মো. সফিকুল ইসলাম খান। তিনি বলেন, দুই পক্ষের মারপিটের ঘটনায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বিষয়টি সামাধানের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

এদিকে ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে। পরে সেনাবাহিনীর আশ্বাসে রাত সোয়া ১০টার দিকে শ্রমিকরা অবরোধ থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানায় সংশ্লিষ্টরাসহ একাধিক প্রত্যক্ষদর্শী।

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে