এমন সংবর্ধনা আগে কখনো পাইনি : সাফজয়ী সানজিদা
নিজ এলাকায় রাজকীয় সংবর্ধনা পেয়ে আপ্লুত সাফ শিরোপা জয়ী ফুটবলকন্যা খ্যাত সানজিদা আক্তার। এ সময় সানজিদা বলেন, আজকের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ। এর আগে এমন সংবর্ধনা কখনো পাইনি। অনেক ভালো লাগছে।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ময়মনসিংহে ধোবাউড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সানজিদা আক্তার আরও বলেন, আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী ফুটবলার আমিনুল ভাই এবং ইশরাক ভাই এসেছেন। তাদের প্রতি ধন্যবাদ।
এ সময় এলাকায় উন্নয়ন দাবি করে সরকারের উদ্দেশ্যে সানজিদা বলেন, আমাদের সামর্থ্য নেই। তবুও নিজেদের জন্য নয়, এলাকার জন্য চাই। ঢাকা থেকে বাড়ি ফেরার সময় ভাঙা রাস্তায় আসতে কোমর ব্যথা হয়ে যায়। আমাদের এই অবস্থা হলে এলাকার মুরব্বিদের কী অবস্থা হয় একবার ভাবেন। আমরা এলাকার রাস্তার উন্নয়ন চাই।
এর আগে সাফ শিরোপা জয়ী ৬ ফুটবলারকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা, লাল গালিচা ও ঢোলের তালে তাদের বরণ করা হয়।
কীর্তিমান কিশোরী ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটির ব্যানারে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাবাসীর পক্ষে স্থানীয় কলসিন্দুর গ্রামের কীর্তিমান এই কিশোরী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই সংবর্ধনার মূল আয়োজক।
এতে সংবর্ধিত হয়েছেন- ফুটবলকন্যা খ্যাত সানজিদা আক্তার, তহুরা খাতুন, মারিয়া মান্দা, শামছুন নাহার জুনিয়র, শামছুন নাহার সিনিয়র এবং শিউলী আজিম। তারা সবাই কলসিন্দুর গ্রামের বাসিন্দা এবং কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, বাংলাভিশন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসন প্রমুখ।
আমান উল্লাহ আকন্দ/আরএআর