আ.লীগ কর্মীকে পেটানোর ঘটনায় ১৫ বিএনপি নেতাকর্মীর নামে মামলা
নাটোরের বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবারের লোকজনের সামনে আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মন্ডলকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় সোমবার (২৫ নভেম্বর) ভোরে জালাল ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল রোববার রাতে উজ্জ্বলের শ্বশুর কৃষ্ণচন্দ্র মন্ডল বাদী হয়ে বড়াইগ্রাম উপজেলার ১৫ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের নামে মামলা করেন।
মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর-বড়াইগ্রাম সার্কেল) মাহমুদা শারমিন নেলী।
বিজ্ঞাপন
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন- বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুল আলম, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল কবিরাজ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মুন্নাফ খান, পৌর শ্রমিক দলের আহ্বায়ক জালাল ভুঁইয়া, পৌর স্বেচ্ছাসেবদ দলের যুগ্ম আহ্বায়ক নুর আলম, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সুজন খান প্রমুখ।
এ ঘটনায় রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় নির্যাতিত উজ্জ্বল কুমার মন্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি চিকিৎসাধীন উজ্জ্বলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। উজ্জলের ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন এই বিএনপির নেতা। বড়াইগ্রাম থানার ওসিকে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী ঢাকা পোস্টকে বলেন, মারধরের ঘটনায় আহত উজ্জ্বল কুমার মন্ডলের শ্বশুর গতকাল রাতে ১৫ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। আজকে মামলা হিসেবে তা নথিভুক্ত করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গত বুধবার (২০ নভেম্বর) দুপুরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবারের লোকজনের সামনে আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মন্ডলকে প্রকাশ্যে পিটিয়ে পুলিশে দেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে দণ্ডবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতে পাঠালে আদালত ওই দিনই তার জামিন মঞ্জুর করেন। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে।
গোলাম রাব্বানী/আরএআর