খুলনা নগরীতে চলাচলের সুবিধার্থে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দিনব্যাপী খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।

কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ১২ জনকে ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়।

কেসিসি সূত্রে জানা যায়, অবৈধ দখল অপসারণকালে নগরীর স্টেশন রোডে ফুটপাতের ওপর পণ্য রাখার অপরাধে জুতা ব্যবসায়ী রাজু আহমেদকে ৩ হাজার টাকা ও টিন ব্যবসায়ী মো. তানভীরকে ৪ হাজার টাকা, মাঠা ঘরের স্বত্বাধিকারী আব্দুল মমিনকে ৫ হাজার টাকা ও কার্পেট-পাপোশ ব্যবসায়ী কাজী ওহিদুলকে ২ হাজার টাকা এবং ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের অপরাধে দ্যা রয়্যাল হোটেলের স্বত্বাধিকারী মো. মনিরুলকে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

এ ছাড়া ডাকবাংলো মোড়ে সড়ক ও ফুটপাত দখল করে প্লাস্টিক সামগ্রী রেখে ব্যবসা পরিচালনার অপরাধে এম এ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী নাসির হোসেনকে ২০ হাজার টাকা, জাহাঙ্গীর এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী ফয়সাল খানকে ১২ হাজার, জামান প্লাস্টিকের স্বত্বাধিকারী মো. মামুনকে ১০ হাজার টাকা, মেসার্স আরআর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সোহাগকে ৫ হাজার টাকা, জোড়াগেট এলাকার ফার্নিচার ব্যবসায়ী মো. শাহিনকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ কেনের স্বত্বাধিকারী মো. তরিকুল ইসলামকে ৩ হাজার টাকা, মিনাল মটরসের স্বত্বাধিকারী মো. পাভেল শেখকে সড়ক ও ফুটপাতের ওপর মটরসাইকেল মেরামত করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপির পুলিশ সদস্যরা অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

মোহাম্মদ মিলন/এএমকে