গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুটি গরুকে মেরে ফেলার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত গরুর মালিক আবুল হোসেন দাবি করেছেন, মারা যাওয়া হাইব্রিড জাতের গাভি দুটি প্রতিদিন ১০-১২ লিটার দুধ দিতো এবং তাদের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে এদিন ভোররাতে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামে এ ঘটনা ঘটে। আবুল হোসেন সোনারায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

তিনি বলেন, বাড়িতে দেশি জাতসহ ৬টি গরু লালনপালন করি। শনিবার রাতে গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি। পরে সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি দুটি গরু মরে পড়ে আছে। রাতে কোনো এক সময় বিষ প্রয়োগ করা খাবার খেয়েই গরু দুটির মৃত্যু হয়েছে। এরমধ্যে একটি গাভি ৫ মাস আগে ও অপরটি এক বছর আগে দুটি বাছুরের জন্ম দেয়। গাভি দুটি প্রতিদিন ১০ থেকে ১২ লিটার দুধ দিতো। 

পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন গরু দুটি মেরে ফেলেছেন বলে অভিযোগ করেন তিনি। এর আগেও প্রতিপক্ষের লোকজন বিষ প্রয়োগ করে তাদের গোয়ালের তিনটি গরু মেরে ফেলেছেন। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। মৃত গরু দুটির ময়নাতদন্তের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর নমুনা সংগ্রহ করেছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, গরু দুটির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ল্যাবে বিভিন্ন নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রিপন আকন্দ/এমএসএ