কুমিল্লা মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন
কুমিল্লা মহানগরে ১৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে এটিই সংগঠনটির প্রথম মহানগর পর্যায়ে আহ্বায়ক কমিটি।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুমিল্লা মহানগর আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞাপন
আগামী ছয় মাসের জন্য তারা এই কমিটি অনুমোদন করেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় ২৯৫ সদস্যের আহ্বায়ক কুমিল্লা জেলা কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু রায়হানকে। একই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুহাম্মাদ রাশেদুল হাসানকে করা হয়েছে সদস্যসচিব। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোস্তফা জিহানকে মুখ্য সংগঠক এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) শিক্ষার্থী জাবেদ আহমেদ ভূঁইয়াকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৮ জনকে সংগঠক ও ১৩৮ জনকে সদস্য করা হয়েছে।
কমিটি ঘোষণার পর কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, কুমিল্লা আওয়ামী ফ্যাসিবাদের কবরস্থান, জুলাই বিপ্লবের রাজধানী। স্বাধীন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কুমিল্লা অগ্রগামী ভূমিকা পালন করবে। সদ্য গঠিত কুমিল্লা মহানগর কমিটির সদস্যদের হাতে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।
আরিফ আজগর/আরকে