পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী
খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন, পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে রিজিওন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
শরীফ মো. আমান হাসান আরও বলেন, এ অঞ্চলের শিক্ষা বিস্তার, খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসানাত জুয়েল, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টে মোট ৭টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে খাগড়াছড়ি সদর জোন এবং মারিশ্যা জোনের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় খাগড়াছড়ি সদর জোন ৩-১ গোলে মারিশ্যা জোনকে পরাজিত করেছে।
মোহাম্মদ শাহজাহান/আরকে