জামালপুরের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধনের দিনে বিধি লঙ্ঘন করে সূর্যাস্তের পরও উড়ছিল জাতীয় পতাকা। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের ফৌজদারি মোড় এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এমন চিত্র দেখা যায়।

শনিবার দুপুরে শহরের ফৌজদারি মোড় এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়। আইন অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করার কথা থাকলেও এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের প্রথম দিনই জাতীয় পতাকা অবমাননার ঘটনায় হতবাক সচেতন নাগরিকগণ।

সন্ধ্যা ৭টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুটি ভবনের নির্মাণকাজ সম্পন্ন ও একটি ভবন নির্মাণাধীন রয়েছে। নবনির্মিত একটি ভবনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অফিস কক্ষ, তিনটি পাঠদান কক্ষ ও পার্শ্ববর্তী অপর ভবনটিকে করা হয়েছে মিলনায়তন। উদ্বোধন উপলক্ষে নতুন ভবন দুটিতে আলোকসজ্জাও করা হয়েছে। শ্রেণিকক্ষ ও মিলনায়তন ব্যবহার উপযোগী করতে আসন স্থাপনসহ অন্যান্য সাজসজ্জার কাজ চলছিল। তবে সূর্যাস্তের পর রাতেও মিলনায়তন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়, যা জাতীয় পতাকার অবমাননা।

এ বিষয়ে মন্তব্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের উপস্থিত কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা শিক্ষককে ক্যাম্পাসে পাওয়া যায়নি।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান সরকার বলেন, ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখান থেকে চলে আসি। রাতেও ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় আছে কি-না আমার জানা নেই।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস বলেন, সূর্যাস্তের পরও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসারকে অবহিত করা হয়েছে। তারা ক্যাম্পাসে যাচ্ছে। এ বিষয়ে আমি খোঁজ-খবর নিচ্ছি। 

গত ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পাওয়ার পর থেকে শহরের পাচরাস্তা মোড়-সংলগ্ন অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালনা শুরু হয়। প্রতিষ্ঠানটিতে বাংলা, ইংরেজি, আইন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞানসহ ১২টি বিষয়ের কোর্স চালু রয়েছে। সম্প্রতি শহরের ফৌজদারি মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে ১৬ একর জায়গা বন্দোবস্ত দেয় প্রশাসন। সেই জমিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ভবন নির্মাণ শুরু করে। আজ অস্থায়ী ক্যাম্পাস থেকে আইন বিভাগ স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হয়।

মুত্তাছিম বিল্লাহ/এএমকে