বেয়াইয়ের অনুরোধে সুপারিগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের
ভোলার লালমোহনে বেয়াই বাড়িতে ঘুরতে এসে সুপারি গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে লাল মিয়া (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে লালমোহন উপজেলার ধলিগৌড়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুলচড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত লাল মিয়া লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ডের নাঙ্গলখালি এলাকার মো. আজহারের ছেলে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
মৃতের স্বজনরা জানান, ধলীগৌরনগরে লাল মিয়ার ছেলে জুয়েল তার শ্বশুরবাড়ির পাশে নিজেই নতুন বসতঘর তুলেছেন। গত কয়েকদিন আগে ছেলে জুয়েলের বাড়িতে বেড়াতে আসেন লাল মিয়া।
আজ সকালে বেয়াই-বেয়ানদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তাদের বাড়িতে যান। এক পর্যায়ে বেয়াই-বেয়ানদের অনুরোধে একটি সুপারি গাছে ওঠেন তিনি। লাল মিয়া গাছে ওঠার সময় গাছের পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে তার শরীর জড়িয়ে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরকে