গাইবান্ধায় ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম
গাইবান্ধার সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার দুপুরে জাহাঙ্গীর আলম জিন্নাহ নামে এক কৃষকের একটি গাভি এই বিরল বাছুরটির জন্ম দেয়। বাছুরটির অতিরিক্ত পা দুটি ঘাড়ের ওপর অবস্থান করছে। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে আশপাশের লোকজন দলবেঁধে বাছুরটিকে দেখতে আসছেন।
কৃষক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, শুক্রবার দুপুরে আমার গাভি একটি ছয় পা বিশিষ্ট এঁড়ে বাছুরের জন্ম দেয়। প্রথমে এমন অস্বাভাবিক বাছুর দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভয় দেন। এখন পর্যন্ত বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, বাছুরটির ছয় পা থাকলেও এটি বেড়ে উঠতে কোনো সমস্যার সম্মুখীন হবে না। এমন ঘটনা খুবই বিরল।
বিরল এই ঘটনাটি নিয়ে গ্রামজুড়ে আলোচনা চলছে। স্থানীয় বাসিন্দারা একনজর দেখতে ভিড় জমাচ্ছে, আর কেউ কেউ এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখছেন।
রিপন আকন্দ/এএমকে