নিজ বাড়ির চিলেকোঠায় ইয়াবা কারবারি, অবশেষে ধরা
চিলেকোঠায় থাকতেন বাড়ির মালিক তোফায়েল আহম্মেদ (৪৩)। সেখান থেকেই ইয়াবা কারবারি করতেন তিনি। অবশেষে ইয়াবাসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) হাতে ধরা পড়লেন। তোফায়েল আহম্মেদ দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানায় ডিবি পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নোয়াখালীর জেলা শহরের হাজীপাড়া গ্রামের নিজ বাড়ি আমেনা ভিলা থেকে ৪০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোফায়েল আহম্মেদ নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের হাজী সফি উল্ল্যাহর ছেলে।
বিজ্ঞাপন
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আমেনা ভিলার চতুর্থ তলা ভবনের ছাদের চিলেকোঠায় অভিযান পরিচালনা করে। এ সময় তোফায়েল আহম্মেদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি বিভিন্নস্থান থেকে ইয়াবা সংগ্রহ করে তার চিলেকোঠায় নিয়ে আসতেন। তারপর ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।
নোয়াখালী গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, তোফায়েল আহম্মেদ একজন পেশাদার মাদক কারবারি। তিনি নিজ বাড়ির চিলেকোঠায় বসবাস করতেন এবং সেখানেই মাদক কারবারি করতেন। আমরা ৪০০ পিস ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করি। সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার নামে পূর্বেও মাদক মামলা রয়েছে।
হাসিব আল আমিন/আরকে