রাঙামাটিতে সহস্রাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্স ও লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালির আয়োজনে রাঙামাটি পিডিবি রেস্ট হাউসে এই সেবা প্রদান করা হয়। 

চক্ষু চিকিৎসা ক্যাম্প বাস্তবায়ন করেছে লায়ন্স চক্ষু হাসপাতাল, কোয়ান্টাম ফাউন্ডেশন, উন্মেষ ও এসএসসি ব্যাচ-২০০১। এদিকে চক্ষু ক্যাম্প উপলক্ষে জেলা শহর ছাড়াও পাহাড়ের বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করে। 

আয়োজক কমিটির কর্মকর্তা সাইফুর রহমান জুয়েল বলেন, মানবতার সেবায় আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে এই আয়োজন। এখানে চক্ষু চিকিৎসার পাশাপাশি ওষুধ ও যাদের চশমার প্রয়োজন তাদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে। যাদের ছানি অপারেশন করতে হবে তাদেরকে আজকে বাছাই করে পরবর্তী সময়ে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। 

এদিকে বিনামূল্যে সেবা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা। সাপছড়ি ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে রমনী কান্তি চাকমা বলেন, বিনামূল্যে সেবা নিতে পেরেছি। কোনো টাকা-পয়সা লাগে নাই। বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। 

আরেক রোগী তনয়া চাকমা বলেন, আমার ছানি অপারেশন করাতে হবে বলেছে, আজকে সবকিছু লিখে নিল, পরে চট্টগ্রাম গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করিয়ে দেবে বলেছে।

মিশু মল্লিক/আরকে