প্রত্যাশা হেলালের
ইউনূস সরকার অল্প সময়ের মধ্যে নির্বাচিত সরকার উপহার দেবেন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীর জীবনের বিনিময়ে আমরা দেশে অর্ন্তবর্তীকালীন সরকার পেয়েছি। এ সরকার আমাদের রক্তের বিনিময়ে অর্জিত সরকার। আমরা চাচ্ছি ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার অল্প সময়ের মধ্যে দেশে একটি সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকার উপহার দেবেন।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল, সে এখন দিল্লিতে। দিল্লিতে বসে সেই মাফিয়া রানী ষড়যন্ত্র করছেন। আর বিগত ১৬ বছর নানান ষড়যন্ত্রের শিকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি। ১৭ বছর ধরে মামলা-হামলায় ষড়যন্ত্রের আগুনে পুড়ে বিএনপির সব নেতাকর্মী খাঁটি সোনায় পরিণত হয়েছে। সুতরাং আমাদের আর ষড়যন্ত্রের ভয় দেখিয়ে লাভ হবে না।
তিনি আরও বলেন, আমরা রাজপথে আন্দোলন করে দেশের অর্ন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি। মাফিয়া সরকার আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের আন্দোলন চলছে, আমাদের সংগ্রাম চলছে। এই দেশের মাটিতে অচিরেই নির্বাচন হবে। এই দেশে নির্বাচনের মাধ্যমে হারানো গণতন্ত্র ফিরে আসবে। দেশের মানুষ আর আমি ডামি নির্বাচন দেখতে চায় না।
তিনি বলেন, গত ১৭ বছরে রুপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষ বাড়িতে থাকতে পারেনি। মামলা-হামলা দিয়ে হয়রানি করেছে আওয়ামী লীগ। কারা হামলা করেছে, কারা মামলা দিয়েছে তা আমরা জানি। কিন্তু আমরা কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। যারা দোষী যারা অবিচার করেছেন তাদের বিচার করবে সরকার।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
মোহাম্মদ মিলন/এমজে