নেত্রকোণার মদন উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ মামলায় শফিকুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় র‌্যাব ১৪ ময়মনসিংহ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নরসিংদী জেলার সদর উপজেলার শিক্ষাচত্তর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিকুল মদন উপজেলার দৌলতপুর গ্রামের সনজু মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নেত্রকোণা জেলার মদন থানা এলাকায় ভিকটিম রাতের খাবার শেষে রান্নাঘর পরিষ্কার করেন। পরে ময়লা ফেলার জন্য রান্নাঘরের বাইরে গেলে সেখানে আগে থেকে উৎ পেতে থাকা শফিকুল ভিকটিমের মুখ গামছা দিয়ে বেঁধে হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন।

ওই ঘটনার পর ভুক্তভোগী ২০ সেপ্টেম্বর নেত্রকোণা জেলার মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি ধর্ষণ মামলা করেন।

মামলা রুজুর পর র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে কার্যক্রম চালায়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল ২১ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১১, সিপিএসসি এর সহায়তায় অভিযান চালায়। এ সময় নরসিংদী জেলার সদর উপজেলার শিক্ষাচত্তর এলাকা থেকে শফিকুলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে নেত্রকোণা জেলার মদন থানায় হস্তান্তর করা হয়েছে।

চয়ন দেবনাথ মুন্না/এফআরএস