ফরিদপুরে পাঁচ দিন ধরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকের এক কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। একটি প্রতারকচক্র ইতোমধ্যেই নিখাঁজ কর্মকর্তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ বাবদ হাতিয়ে নিয়েছে ২৫ হাজার টাকা।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার চার দিন পরও পুলিশ ওই কর্মকর্তাকে উদ্ধারের ব্যাপারে কোনো অগ্রগতি করতে পারেনি।

নিখোঁজ ওই ব্যাংক কর্মকর্তার নাম পুলক কুমার সাহা (৩৫)। তিনি ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের গোবিন্দ সাহার ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা।

পুলক কুমার সাহা গত পাঁচ বছর ধরে পাশের ঈশান গোপালপুর ইউনিয়নের বাজারে অবস্থিত উৎপল সরকারের মালিকানাধীন ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকের টেলার (ক্যাশিয়ার) হিসেবে কর্মরত রয়েছেন।

গত সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঈশান গোপালপুর বাজার থেকে ফরিদপুরে আসেন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত মঙ্গলবার পুলকের স্ত্রী সাথী সাহা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি জিডি (নং: ১৩০৫) করেন।

সাথী সাহা বলেন, মঙ্গলবার রাতে নম্বর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে ফোন করে তার স্বামীর মুক্তিপণ বাবাদ ১ লাখ টাকা দাবি করেন। তিনি সত্যতা যাচাই করার জন্য প্রমাণ চাইলে তার স্বামীর মুঠোফোন থেকে ফোন করা হয়। পরে তিনি ওই বিকাশে ২৫ হাজার টাকা পাঠান।

ওই এজেন্ট ব্যাংকের মালিক উৎপল সরকার বলেন, পাঁচ বছর আগে তিনি এজেন্ট ব্যাংকিং শুরু করেন। জন্মলগ্ন থেকেই পুলক তার প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে, জানানো হয়েছে র‍্যাবকে। কিন্তু নিখোঁজের পর চার দিন কেটে গেলেও পুলকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শক্তিপদ মৃধা বলেন, তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে পুলক সাহাকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে আজ (শুক্রবার) দুপুর ২টা পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, এ নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া হয়। তা দেখে কোনো প্রতারকচক্র নিখোঁজের পরিবারের সদস্যদের কাছ থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে থাকতে পারে।

জহির হোসেন/এএমকে