যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক রাজিব হোসেন সাগরের চাঁদাবাজি ও মাদককারবারিতে অতিষ্ঠ এলাকাবাসী প্রতিবাদ মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করে সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তারা অপরাধে জড়িত সাগরকে দ্রুত আটকের দাবি জানান।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পরপরই ২ নম্বর ওয়ার্ডে আতঙ্ক সৃষ্টি করেছে সাগর। প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি শুরু করেন। এ ছাড়া হরিজন কলোনির ফ্ল্যাট দখল, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট করছেন। সাগরের ভয়ে ২নং ওয়ার্ডের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
বাসিন্দারা বলেন, আমরা দুটি দাবি নিয়ে এসেছি। প্রথমত সাগরের বিরুদ্ধে যুবদলের নেতারা ব্যবস্থা নেবেন। দ্বিতীয়ত চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকব্যবসা বন্ধ করতে দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে। নয়তো সাধারণ মানুষের সঙ্গে সংঘর্ষ বেধে যেতে পারে।
এ বিষয়ে রাজীব হোসেন সাগর বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ মিথ্যা তথ্য দিয়ে মানববন্ধন করেছে। আমার বিরুদ্ধে যে-সব অভিযোগ আনা হয়েছে সবগুলোই মিথ্যা ও ভিত্তিহীন।
বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে তার রক্ষা হবে না। অভিযোগ প্রমাণিত হলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
সৈয়দ মেহেদী হাসান/এএমকে