স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডাক্তার আবু জাফর বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে কারোর দুই হাত নেই। আবার কারও পা কিংবা চোখ নেই। অথচ দেশের জন্য আন্দোলন করে তাদের মুখে এখনো হাসি। হাসি মুখে কথা বলে, আমরা তাদের কাছে অনেক ঋণী। আমরা হাসিমুখে কথা বলে চিকিৎসাসেবা দিলে তাদের মনোবল বাড়ে। ডাক্তারদের চিকিৎসাসেবার মান বাড়াতে মুখে হাসি থাকতে হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) যশোর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে যশোর সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় ডিজি আবু জাফর এসব কথা বলেন।

স্বাস্থ্য বিভাগের ডিজি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না হলে আজ আমি এই চেয়ারে বসতে পারতাম না। ঢাকায় এবং ঢাকার বাইরে আহতদের মধ্যে এখনো ২০০ জন চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া ছয়জনকে উন্নত চিকিৎসাসেবা দিতে দেশের বাইরে পাঠানো হয়েছে। আরও ২০-২৫ জনকে পাঠানো।

তিনি বলেন, চিকিৎসকদের দালাল নিয়ে অনেক কথা শোনা যায়। আলোর যত উজ্জ্বলতা ছড়াবে অন্ধকার তত দূরে সরে যাবে। তাই ডাক্তাররা ভালো সার্ভিস দিলে দালালের দরকার নেই।

এ সময় বক্তব্য দেন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন-রশিদ, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু আহসান, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, আর এম ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বজলুর রশিদ টুলু, ড্যাব নেতা ডাক্তার ওবায়েদুল কাদের উজ্জ্বল, ডাক্তার হাসান কোভিদ বাপ্পি, ডাক্তার রফিকুল আজাদ ও বিভিন্ন বিভাগের প্রধানরা।

এ্যান্টনি দাস অপু/এএমকে