ফরিদপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় পথচারী মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার চারা বটতলা মহল্লায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকী।

নিহত মায়ের নাম সাজেদা বেগম (৫০)। তিনি ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা মহল্লার বাসিন্দা আকরাম শেখের স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মেয়ের নাম আছিয়া আক্তার (৫)। সে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নগরকান্দার জয়বাংলা মোড় এলাকা থেকে ভাঙ্গার দিকে একটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। মোটরসাইকেলটি সুজুকি কোম্পানির জিক্সার (রেজিস্ট্রেশন নম্বর:ফরিদপুর-ল-১১-৪৯১২) মডেলের। তবে চালকের পরিচয় পাওয়া যায়নি। পথে ঢাকা-খুলনা মহাসড়কের চারা বটতলা মহল্লায় আসলে সাজেদা বেগম তার মেয়ে আছিয়াকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির ওই মোটরসাইকেলটি মা-মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাজেদা বেগম নিহত হন। স্থানীয় বাসিন্দারা এসে মেয়ে আছিয়াকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে বুধবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জহির হোসেন/এএমকে