ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক বদলি
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানকেও বদলি করা হয়েছে। তাকে সদর থানা থেকে সরিয়ে পুলিশ সুপার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে পদায়ন করা হয়েছে।
শাহজাহানের জায়গায় পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ারকে। তিনি এর আগে চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। বুধবার (১৯ মে) বিকেলে পুলিশ সুপারের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, ইন্সপেক্টর শাহজাহানকে পুলিশ সুপার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে এবং ইন্সপেক্টর কাজী মাসুদ ইবনে আনোয়ারকে সদর মডেল থানায় পদায়ন করা হয়।
এর আগে হেফাজত তাণ্ডবের জেরে গত ২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে বদলি করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এরপর ১১ মে একই থানার পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদকে বদলি করে নাসিরনগর থানার অন্তর্গত চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রে পদায়ন করা হয়।
আজিজুল সঞ্চয়/এসপি