নীলফামারীতে প্রাইভেটকারের ধাক্কায় মেহের নেগার মেঘলা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদরের পাঁচমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মেহের নেগার মেঘলা চাপড়া নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি বেড়া ডাঙা এলাকার রাশেদুল ইসলাম সেলিমের স্ত্রী। তিনি যাদুর হাট সোনামনি কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলযোগে পাঁচমাথা মোড় হয়ে যাদুরহাট বাজারের দিকে যাচ্ছিলেন ওই স্কুল শিক্ষিকা। এ সময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকারটি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান ওই শিক্ষিকা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, ঘাটক প্রাইভেটকার ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শরিফুল ইসলাম/এএমকে