সুনামগঞ্জে সিএনজিচালক সুজিত দাস হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আলোচিত সিএনজিচালক সুজিত দাস হত্যার ঘটনায় করা মামলায় পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যায় র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা হলেন- জগন্নাথপুর উপজেলার শালদিঘা গ্রামের আনিছার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জ সদর উপজেলার নোহাটি গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) এবং বাহুবল উপজেলার পানারআব্দা গ্রামের আব্দুল হাই এর ছেলে মো. শিবলু মিয়া (২০)।
র্যাব-৯ এর দেওয়া তথ্য মতে, গত ১৬ নভেম্বর বিকেলে সুজিত দাস তার সিএনজি নিয়ে সিলেট-ঢাকা মহাসড়কের সৈয়দপুরে যান। পরে সেদিন রাত ৯টার দিকে রানীগঞ্জ সেতুর ওপর থেকে রক্তাক্ত অবস্থায় তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। পরবর্তীতে নিহতের ভাই সুবাস দাস জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল ঢাকা পোস্টকে জানান, এলিট ফোর্স হিসেবে র্যাব শুরু থেকেই নৃশংস অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব নিরলসভাবে কাজ করেছে। গ্রেপ্তার আসামিদের সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে র্যাব-৯ তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
তামিম রায়হান/এফআরএস