যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান বলেছেন, আমাদেরই নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী নব্য বিএনপি হয়ে দলে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এটা গ্রহণযোগ্য নয়। যদি এরকম কোনো কর্মকাণ্ড প্রমাণিত হয়, আপনি আর বিএনপির রাজনীতি করতে পারবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া ব্যাপারীপাড়া ঈদগাহ ময়দানে কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত এবং তিনি কিভাবে পরিচালনা করবেন সেই ৩১ দফা দেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন। আমি ও আমরা দলগতভাবে মনে করি, তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। 

সোহান বলেন, তারেক রহমানের নির্দেশ, গত ১৭ বছরে বিএনপির পক্ষ থেকে যেসব মিছিল-আদোলন সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে সেসব মিছিলের প্রথম সারি থেকে শেষ সারি পর্যন্ত যারা ছিলেন এবং এখনো আছেন তারাই সামনের সারিতে থাকবেন। গত ৫ আগস্টের পরে যারা এসেছেন তারা সারির পেছনে থাকবেন, তাকাবেন না। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের শান্তি হবে, উন্নয়ন হবে ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজোয়ান আলম খানের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা ইকবাল আক্তার খান কাফুর, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এম এ রশিদ, জেলা বিএনপি নেতা আমিনুর রহমান পিকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, মাহবুব-উর-রহমান, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ।

কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন ঝন্টুর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত মোল্যা প্রমুখ।

তাছিন জামান/আরকে