রাজবাড়ীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের টিম অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।

জানা গেছে, বিশেষ টাস্কফোর্স কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহণে গোয়ালন্দ উপজেলার জামতলা হাট, বাসস্ট্যান্ড বাজার ও স্টেশন বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় গোয়ালন্দ উপজেলার বাস স্ট্যান্ড বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর অধীন একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও গোয়ালন্দ উপজেলার জামতলা হাট ও স্টেশন সড়ক এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মেসার্স মোল্লা ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মেসার্স জুলেখা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা ও গোয়ালন্দ স্টেশন বাজারের আকাশ স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যদের অংশগ্রহণে রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি চলমান থাকবে।

অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঙ্কন পাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী ও পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন মিয়া উপস্থিত ছিলেন।

মীর সামসুজ্জামান সৌরভ/এফআরএস