যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেন নাই। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের অম্বিকা ময়দানে ‘সারাদেশে জেলা ও মহানগরভিত্তিক সাম্য-মানবিক সমাজ বিনির্মাণে’ ফরিদপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোনায়েম মুন্না বলেন, এখনো দেশনেত্রী খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হয়নি। তাই আমাদের সংগ্রাম শেষ হয়ে গেছে তা বলা যাবে না। আমাদের সংগ্রাম চলবে।

তিনি বলেন, বিএনপি নেতাদের ফোন ট্র্যাক করে যেভাবে গ্রেপ্তার করা হতো, সেইভাবে কেন আওয়ামী লীগের নেতাদের ধরা হচ্ছে না। এখনো আওয়ামী লীগের গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।

মোনায়েম মুন্না বলেন, এই ফরিদপুরে শেখ মুজিবের জন্ম। এই ফরিদপুরে শেখ পরিবারের যেসব রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, লিটন চৌধুরী আর নিক্সন চৌধুরীই বলেন, তারা সকলেই অহংকারী এবং উদ্ধত ছিল। 

তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পূর্ব পর্যন্ত রাজপথ দখলে রাখতে হবে এবং আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপির কোনো অঙ্গসংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। 

কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবী সম্পাদক মামুন হাশেমী, ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বোরহানউদ্দিন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন, সদস্য সচিব শাহরিয়ার শিথিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান, সদস্য সচিব মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি মনিব হাসান প্রমুখ। 

জহির হোসেন/আরএআর