মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
মালয়েশিয়ায় জোহুর বারুতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মোড়ল (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার জোহুর বাহরুর শহরের সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিল্লাল মোড়ল।
বিজ্ঞাপন
নিহত বিল্লাল মোড়ল শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি গ্রামের আলাউদ্দিন মোড়লের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান বিল্লাল মোড়ল। তিনি সেখানে গিয়ে জোহুর বারু শহরে টাইলস মিস্ত্রির কাজ করতেন। সর্বশেষ তিন বছর আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ব্যক্তিগত মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। মোটরসাইকেলযোগে সড়ক অতিক্রম করার সময় তার মোটরসাইকেলটি বামপাশ থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুলতানাহ আমিনাহ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি। এদিকে এই খবর পরিবারের কাছে পৌঁছালে এলাকাজুড়ে শোকের মাতম শুরু হয়।
বিল্লাল মোড়লের ভাই রহমান মোড়ল ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই ভীষণ পরিশ্রমী ছিল। এবার দেশে এলে ওকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। ঘাতক গাড়ি আমার ভাইয়ের জীবন কেড়ে নিলো। শেষবারের মতো ভাইয়ের মুখটা দেখতে চাই।
স্থানীয় ইউপি সদস্য রহিমা খাতুন ঢাকা পোস্টকে বলেন, বিল্লাল সম্পর্কে আমার ভাই হয়। আমরা ওর মরদেহ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।
বিষয়টি নিয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মৃত্যুর ব্যাপারে আমার জানা নেই। তবে পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করলে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা করা হবে।
সাইফ রুদাদ/এমজেইউ