সিরাজগঞ্জে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় মেহেদী হাসান মিনহাজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেকজন আরোহী। মিনহাজ আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। 

রোববার (১৭ নভেম্বর) বিকেলে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান মিনহাজ উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের গোলকপুর গ্রামের জমশের আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী তাওহিদুর রহমান বাচ্চুর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ সিরাজগঞ্জ আদালতে আইনজীবীর সহকারী হিসেবে কাজ শেষে আরেকজনকে সঙ্গে নিয়ে তার মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তারা হাটিকমুরুল হাইওয়ে থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিনহাজের মৃত্যু হয়। এঘটনায় তার মোটরসাইকেলের আরেক আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের নাম পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি সন্ধানের চেষ্টা করা হচ্ছে। এঘটনায় মামলার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

শুভ কুমার ঘোষ/জেডএস