ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিতর্কিত অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাডেমিক কাউন্সিলের সদস্য ও পূর্বতন চাকরিকাল গণনা কমিটির আহ্বায়ক করায় প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে সকল পদ থেকে তাকে অপসারণের দাবি জানিয়েছেন তারা।

রোববার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে উপাচার্যের কাছে লিখিত আবেদনের মাধ্যমে এ দাবি জানান তারা। দাবি না মানলে আন্দোলন করে অধ্যাপক কলিমুল্লাহকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন, “অধ্যাপক কলিমুল্লাহ বিগত সময়ে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে সবচেয়ে বিতর্কিত মানুষ। এমন বিতর্কিত একজনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে দেখে আমরা বিস্মিত হয়েছি। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় এ আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসবে। যদি না আসে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদার প্রশ্নে যৌথভাবে আবার প্রতিবাদে এগিয়ে আসবে।”

এর আগে ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পূর্বতন চাকরিকাল গণনার পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে আহ্বায়ক করা হয়। ১৪ অক্টোবর আরেক চিঠিতে তাকে একাডেমিক কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সকল বির্তকিত নির্বাচনের জনসমর্থন জোগাতে কাজ করেছিলেন অধ্যাপক কলিমুল্লাহ

সৈয়দ মেহেদী হাসান/এমটিআই