পাবনার মধ্য শহরে তুষার হোসেন নামের এক কিশোরকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একটি হত্যা মামলার প্রধান আসামি ছিল। কিছুদিন আগে জামিনে বের হয়েছিলেন তুষার।

রোববার (১৭ নভেম্বর) রাত নয়টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত তুষার পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। এ বছর জুবলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে সে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “রাতে আলিয়া মাদরাসার পাশে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে দূর্বৃত্তরা তুষারকে গলায় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি আরও বলেন, “এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। কারা কীসের জন্য তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

ওসি বলেন, “তুষার কলেজছাত্র সিয়াম হত্যার অন্যতম আসামী ছিল। কিছুদিন হলো সে জামিনে ছাড়া পেয়েছে।’ 

উল্লেখ্য, ২০২৩ সালের ২১ অক্টোবর রাত দশটার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় আরএম একাডেমির দশম শ্রেণীর ছাত্র মোস্তাফুজুর রহমান সিয়ামকে হত্যা করা হয়। সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সেই হত্যা মামলার প্রধান আসামী ছিলেন নিহত তুষার।

রাকিব হাসনাত/এমটিআই