হেরোইন উদ্ধারের মামলায় ৩ আসামির যাবজ্জীবন
ময়মনসিংহে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক আলী মনসুর ১৯৯০ সনের মাদকদ্রব্য আইন ১৯(১)-এর ১(খ) ধারায় এই রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্তরা হলেন—জেলার ভালুকা উপজেলার কুল্লাব গ্রামের মৃত আশিক আলীর ছেলে নিজাম উদ্দিন, একই গ্রামের আতাব উদ্দিনের ছেলে হিরন মিয়া এবং গফরগাঁও উপজেলার পূর্বধামাই গ্রামের মৃত কাজীম উদ্দিনের ছেলে নবী হোসেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম রাজীব ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ৩০ নভেম্বর ভালুকা মডেল থানার পারুলদিয়া বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আসামিরা জব্দকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছেন বলে স্বীকার করেন। ওই মামলার সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন এবং হিরন মিয়া উপস্থিত থাকলেও আরেক আসমি নবী হোসেন এখনো পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম রাজীব।
মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে