পিরোজপুরের নাজিরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহীনসহ আওয়ামী লীগের ৪৭ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ১৬৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ও রাতে মামলা দুটি দায়ের করা হয়।

এর মধ্যে উপজেলা যুবদলের নেতা মো. এনামূল হক লিটন শেখ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

অন্যটিতে যুবদল নেতা রিয়াজ হোসেন শেখ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার দুটির উল্লেখযোগ্য আসামিরা হলেন—নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমীন দাড়িয়া, শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল, শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, যুবলীগ নেতা মো. শামিম খান, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন খান প্রমুখ।

মামলা দুটি থেকে জানা যায়, ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে জেলা যুবদলের নতুন কমিটির নেতাকর্মীরা গাড়ি বহর দিয়ে ঢাকা থেকে পিরোজপুরে যাচ্ছিলেন। পথে নাজিরপুর উপজেলা সদর হাসপাতাল-সংলগ্ন সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিমের বাসার সামনে এলে তাদের ওপর বোমা হামলা ও গুলি করা হয়। এতে তাদের ৪০-৫০ জন নেতাকর্মী আহতসহ তাদের গাড়ি ভাঙচুর ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এতে তাদের প্রায় ৪৬ লাখ টাকার ক্ষতি হয়।

এ ছাড়া গত ২০২৩ সালের ২৭ অক্টোবর উপজেলা সদরের হরি মন্দির-সংলগ্ন রাস্তায় মামলার বাদী এনামুল হক লিটনসহ দলীয় নেতাকর্মীরা দলীয় কর্মসূচি পালনের উদ্দেশে নাজিরপুরে আসার সময় তাদের ওপর অভিযুক্তরা বোমা হামলা ও মারধর করেন।

এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বলেন, থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শাফিউল মিল্লাত/এএমকে