উত্তরা এক্সপ্রেস চালুর দাবিতে জিএমকে স্মারকলিপি
প্রায় দেড় বছর আগে বন্ধ হয়ে যাওয়া রাজশাহী-পার্বতীপুরের মধ্যে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) বেলা ১১টায় নগরীর গোরহাঙ্গার রেলগেট এলাকার রেলভবনে জিএম মামুনুল ইসলামকে স্মারকলিপি দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
স্মারকলিপিতে বলা হয়, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ইতিপূর্বে রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করত। যার ফলে এ রুটে ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, রোগী, চাকরিজীবী এবং সর্বসাধারণ চলাচলের সুবিধা পেয়ে আসছিল। কিন্তু ট্রেনটি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্ত সুবিধাভোগী যাত্রীগণ নাগরিক সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন এবং যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার মধ্যে পড়ছেন। উত্তরা এক্সপ্রেস ট্রেনের ন্যায় আন্তঃনগর ট্রেন সকল স্টেশনে স্টপেজ না থাকায় সাধারণ যাত্রীগণ অত্যন্ত জনপ্রিয় উত্তরা এক্সপ্রেস ট্রেনটির ওপর বেশি নির্ভরশীল ছিল।
এ ছাড়া বাংলাবান্ধা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটিতে পূর্বে এসি কোচ সংযোজিত ছিল। সে কারণে উক্ত রুটে আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী মহল, মুমূর্ষু রোগী ও সাধারণ যাত্রীগণ নির্বিঘ্নে চলাচলে সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু বাংলাবান্ধা আন্তঃনগর ট্রেনটিতে এসি কোচ বিচ্ছিন্ন করায় সুবিধাভোগীরা যাতায়াতের ক্ষেত্রে নির্বিঘ্নে চলাচল হতে বঞ্চিত হচ্ছে। ইতোমধ্যে রাজশাহী, নাটোর, সান্তাহার, পার্বতীপুরসহ আরও অনেক স্টেশনের যাত্রীসাধারণ উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুকরণ ও বাংলাবান্ধা আন্তঃনগর ট্রেনে এসি কোচ পুনরায় স্থাপনের দাবি উপস্থাপন করেছেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ইতিপূর্বে রাজশাহী-ঢাকা নতুন আন্তঃনগর ট্রেন চালুতে এবং রাজশাহী রিমডেলিং স্টেশন ভবন নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানালে জনমতের সম্মান জানিয়ে তা পূরণ করা হয়েছিল। উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুকরণ ও আন্তঃনগর ট্রেনে এসি কোচ পুনরায় স্থাপনের দাবি জানানো হয়েছে।
শাহিনুল আশিক/এমজেইউ