কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে ওই লাশটি নারী না পুরুষের তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। 

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকার মজনুর ইটভাটার নিকটে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা লক্ষীকুন্ডা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সেকেন্দার আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নদীতে ডুবিয়ে রাখা একটি নৌকার কাছে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পাবনা নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়ে পাবনা লক্ষীকুন্ডা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সেকেন্দার আলী বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি অর্ধগলিত ও পঁচে যাওয়ায় প্রথমিকভাবে লাশের বয়স, মৃত্যু কারন ও লিঙ্গ সনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, পদ্মা নদী থেকে লাশটি পাবনা নৌ পুলিশ সদস্যরা উদ্ধার করেছে।

রাজু আহমেদ/এসএমডব্লিউ