দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি
পাবনার সীমান্ত-সংলগ্ন কুষ্টিয়ার কুমারখালীর চর সাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেছের আলী খাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতিবাজ ও সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শনিবার (১৭ নভেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও জামায়াতসহ এলাকার সর্বস্তরের শত শত মানুষ অংশগ্রহণ করে।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, মেছের আলী খাঁ একজন দুর্নীতিবাজ। টাকা ছাড়া তিনি কোনো সরকারি অনুদানের কার্ড জনগণকে দেন না। ভাতা কার্ডের জন্যও টাকা দিতে হয়। তার বাহিনীর অত্যাচারে এই এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। সরকার পতনের পরও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে। দ্রুত অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, যা যা করণীয় সবই করা হবে।
জামায়াত নেতা ওবায়দুর রহমান খানের পরিচালনায় মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফয়েজ উদ্দিন বিশ্বাস, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বয়েন, জামায়াত নেতা ইকবাল হুসাইন, চর সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেব হুসাইন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আজম, বিএনপি নেতা ইকবাল হুসাইন প্রমুখ বক্তব্য দেন।
এ বিষয়ে কথা বলার জন্য চর সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছের আলী খাঁর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
রাজু আহমেদ/এএমকে