বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৫ বছর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রেখেছিল আওয়ামী সরকার। ৫ আগস্টের পর তা খুলেছে। এখন ব্যাংকে গেলে বলে ১০ হাজার টাকার বেশি তোলা যাবে না। তার মানে শেখ হাসিনা, তার পরিবার ও চ্যালা-প্যালারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো আপনারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। 

তিনি বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করেছে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আওয়ামী লীগ দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে , বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। কিন্তু জনগণের দুঃখ দুর্দশার সময়ে সরকার যদি তাদের পাশে না দাঁড়াতে পারে, তাহলে জনগণের দুর্দশার শেষ থাকবে না।

তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশে স্মরণকালে কোনো স্বৈরাচারী সরকার পতনের পর আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি। আওয়ামী লীগও পারবে না।

মাধনগর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি আনসার আলী সরদারের সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।

গোলাম রাব্বানী/আরএআর