চাঁদপুর সদরে প্রত্যন্ত অঞ্চলের ৫ হাজার নারী-পুরুষ ও শিশুকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপি এই মানবিক কাজের আয়োজন করে সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশন।

মূলত বিনামূল্যের এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। এখানে শিশু, গাইনি, চর্ম ও মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা প্রদান করা হয়।

বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও ব্লাডগ্রুপিং সেবা পেয়ে খুশি গ্রামবাসী। সংগঠনটির মাধ্যমে প্রতি মাসে এমন সেবা দেওয়ার পাশাপাশি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চায় ফাউন্ডেশনটি।

চিকিৎসা নিতে আসা নুরুল ইসলাম গাজী, মনি বেগম, ফারুক ও কমলা বেগমসহ বেশ কয়েকজন জানান, গ্রামের অসহায় মানুষ টাকা খরচ করে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারে না। প্রত্যন্ত অঞ্চলে এমন আয়োজন তাদের জন্য বড় উপকার হয়েছে। শত শত মানুষ ডাক্তার দেখাতে এসেছে। এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। প্রতিমাসে যদি এমন আয়োজন থাকে, তাহলে গ্রামের মানুষ খুবই উপকৃত হবে। কারণ ডাক্তার দেখানোর পর এখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে।

আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান বলেন, আমরা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। যাদের চিকিৎসা নেওয়া ও ওষুধ কেনার সামর্থ্য নেই তাদের পাশে আমরা আছি। মেডিকেল ক্যাম্প ছাড়াও সব সময় আমরা মানুষের পাশে থাকবো এবং তাদের সমস্যা ও প্রয়োজন পূরণ করার চেষ্টা থাকবে।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন ফরহাদ রাসেল বলেন, এই সংগঠনটির মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা। তারই ধারাবাহিকতায় আমরা আজকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এবং তাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করছি। শুধু তাই নয়, দূরদূরান্ত থেকে আসা মানুষের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়, যাতে তারা সহজেই এখানে এসে চিকিৎসাসেবা নিতে পারে। আমরা একটু ব্যতিক্রম কাজ করার চেষ্টা করছি। মূলত সেবা দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য।

আনোয়ারুল হক/এএমকে