জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. মজিবুর রহমান বলেছেন,  আমরা এর আগে বিএনপির সঙ্গে জোট করেছিলাম, কিন্তু লাভ হয়নি। বিএনপি বলেছে জোটে তাদের লাভ হয়নি, তারা চলে গেছেন। আমরা বলেছি আমাদেরও লাভ হয়নি , আমরা জোটকে বাদ দিয়ে নিজস্ব আদর্শিক আন্দোলন শুরু করেছি। তাই আগামী নির্বাচনে জামায়াত আদর্শের ভিত্তিতে জোট করবে। বাংলাদেশে যারাই ইসলামী আইন চাইবে তাদের সঙ্গে জামায়াতের জোট করার প্রচেষ্টা অব্যাহত আছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর শাখা আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মজিবুর রহমান বলেন, নিরাপদে ভোটের জন্যই জামায়াত আন্দোলন করেছে। জামায়াত যারা নিষিদ্ধ করেছিল, তারাই এদেশে নিষিদ্ধ হয়ে গেছে। বর্তমান প্রশাসনের ভেতর পতিত সরকারের দোসররা রয়েছে। এজন্য আমরা বলেছি তাদেরকে বাদ দিয়ে নৈতিকতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে। 

তিনি আরও বলেন, আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি, যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই সংস্কার করতে হবে এবং যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে। আমরা বিশ্বাস করি যৌক্তিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

অধ্যাপক মজিবুর রহমান বলেন, মাদরাসাশিক্ষাকে যাতে দুই চোখে দেখা না হয়, সেই সকল দাবি-দাওয়া সংস্কার প্রস্তাবনায় দেওয়া হয়েছে। জামায়াত যদি ক্ষমতায় যায় কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা ব্যবস্থা সাজানো হবে। 

জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবদুল হান্নান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. সাদেকুর রহমান প্রমুখ। 

গোলাম রাব্বানী/আরএআর