এক যুগের দখল-দূষণে জর্জড়িত খাল পরিষ্কার অভিযানে ইউএনও
নাটোরের সিংড়ায় খাল পরিষ্কার করে একটি পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে অভিযান শুরু করেছে পৌর ও উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে পরিচ্ছন্নতা অভিযানের শুরুতে সিংড়া কেন্দ্রীয় মসজিদ থেকে চাঁদপুর মসজিদ পর্যন্ত এক কিলোমিটার হাটসিংড়া খালের আবর্জনা পরিষ্কার করা হয়। সিংড়ার নবাগত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম খাল পরিচ্ছন্ন অভিযানতা পরিচালনা করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, পরিবেশবান্ধব সিংড়া গড়ে তুলতে এই অভিযান চলমান থাকবে। পরিষ্কার-পরিচ্ছন্নতায় জনসচেতনতা দরকার এবং নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান।
মাজহারুল ইসলাম আরও বলেন, আমি যোগদানের পর জেনেছি, এই খালটি দীর্ঘ প্রায় এক যুগ ধরে দখল-দূষণে জর্জড়িত। সিংড়া শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় সবসময় দুর্গন্ধ ছড়ায়। এ কারণে এ খালটি পরিচ্ছিন্ন করতে উদ্যোগ নিয়েছি। এছাড়া পৌরসভায় যদি অপরিচ্ছন্ন ও ময়লার ভাগাড় থাকে সেটাও পরিচ্ছন্ন করা হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি। এরপর ফুটপাত দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া পৌরসভার প্রধান সহকারী মো. জিল্লুর রহমান, সিআই মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
গোলাম রাব্বানী/আরকে