জামালপুরে প্রতিমা ভাঙচুর, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার
জামালপুর সদর উপজেলার মহেশপুর কালীবাড়িতে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটানা জাকির হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে মন্দির পরিদর্শন ও কর্তৃপক্ষের সাথে মতবিনিমিয় করেছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে মন্দির কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। গ্রেপ্তার জাকির হোসেনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
বিজ্ঞাপন
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মহেশপুর কালী মন্দিরে দেশীয় অস্ত্র দিয়ে ৬টি প্রতিমা ভাঙচুর করে জাকির হোসেন নামে এক যুবক। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা । শুক্রবার সকালে সদর উপজেলার মহেশপুর কালিবাড়ি এলাকার ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম মন্দির কর্তৃপক্ষের কাছে আর্থিক সহয়তা প্রদান করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামি জাকির হোসেনকে সাত দিনের রিমান্ডের আবেদন করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালতয়। এ ব্যাপারে কারো কোন হীন উদ্দেশ্য রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।#
মুত্তাছিম বিল্লাহ্/এসএমডব্লিউ