পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে পকেট কমিটি আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল করা হয়েছে। এ সময় জেলার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের কুশপুত্তলিকা দাহন করা হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে বেড়ার সিএন্ডবি মোড় থেকে একটি ঝাড়ু মিছিল বের করে বাজারের কয়েকটি সড়ক পদক্ষিণ করে। পরে সিএন্ডবি মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ‘হাবিবের দুইগালে জুতা মারো তালে তালে’, ‘মাসুদের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘অবিলম্বে পকেট কমিটি, বাতিল করো করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবাদ সমাবেশে অভিযোগ করে বক্তারা বলেন, গতকাল একটি প্যাডের মাধ্যমে হঠাৎ করে কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অনৈতিক সুবিধা নেওয়া হয়েছে, ঘুষ-বাণিজ্য করা হয়েছে। বিপুল পরিমাণ টাকা নিয়ে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের মাঠের রাজনীতির সঙ্গে জড়িত মো. শামসুর রহমান ওরফে ভিপি শামসুর রহমানের প্রতি রাজনৈতিক অবিচার করা হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়।

আহ্বায়ক কমিটিতে যাদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে তারা কেউই দলের অসময়ে সাঁথিয়ায় রাজনীতির মাঠে ছিলেন না। তার মাঝে আহ্বায়ক খায়রুন নাহার খানম মীরু তিনি অন্য উপজেলার বাসিন্দা। আর সদস্য সচিব তিনি দীর্ঘদিন একজন বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার মতো। এটা দ্রুত বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সাঁথিয়াকে অচল করে দেওয়া হবে। এই পকেট কমিটি সাঁথিয়াবাসী প্রত্যাখান করেছে বলে জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. শাহীন মল্লীক, সাবেক বেড়া ডিগ্রি কলেজের প্রো-ভিপি নাসিমুজ্জামান সোহেল, বেড়া কলেজের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সরকার কবীর উদ্দিন, করমজা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপ্রতি জয়নাল আবেদীন মানিকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিষয়ে, করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মজনু বলেন, আমরা ভিপি শামসুর রহমানের কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। তখন শামসুর রহমান ছাড়া কোনো নেতাকেই আমরা কাছে পাইনি। আজকে তাকে মূল্যায়ন করা হচ্ছে না এটা হতে পারে না। বিএনপিতে ঘুষখোর ও দুর্নীতিবাজদের স্থান নেই। আমরা চাই দ্রুত এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক।

নব গঠিত সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিষয়ে সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লা বলেন, আন্দোলন সংগ্রামে এবং কর্মীদের দুর্দিনে আমরা ভিপি শামসুর রহমানকেই কাছে পেয়েছি। এমন একজন ত্যাগী নেতাকে অবমূল্যায়ন করা হবে তা কল্পনা করা যায় না। আমি মনে করি তার প্রতি অবিচার করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে। আর্থিক লেনদেনের প্রশ্নই আসে না। যারা আজকে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে খাইরুন নাহার খানম মীরুকে আহ্বায়ক ও ভিপি শামসুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট সাঁথিয়া উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। কমিটির গঠনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

রাকিব হাসনাত/এএমকে