ফরিদপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে। এ ছাড়া নতুন করে ৩৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ডেঙ্গুতে সর্বশেষ যার মৃত্যু হয়েছে তিনি হলেন পারভেজ (৪৫)। তিনি ফরিদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের আলীপুর মহল্লার বাসিন্দা।
বিজ্ঞাপন
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত এক হাজার ৪৭৪ এবং বেসরকারি হাসপাতালে ১১৪ জন চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা আল আমিন জানান, ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হতে চারজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু রোগ থেকে রক্ষার জন্য ফরিদপুর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তবে এক্ষেত্রে ব্যক্তি সচেতনতাই প্রধান। সবাইকে ডেঙ্গু থেকে রক্ষার জন্য সচেতন হতে হবে।
জহির হোসেন/এনএফ