জয়পুরহাটে ব্যাটারিচালিত অটোরিকশা চালক দিলীপ চন্দ্র (৫৭) হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে জেলার পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাট জেলা শহরের হাতিল মাগ্নিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে এনামুল হোসেন (২২) ও বিহারীপাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে ইমান আলী (২০)।

জানা গেছে, পূর্ব দোগাছী গ্রামের বাসিন্দা দিলীপ ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। জয়পুরহাট জেলা শহর ও আশপাশের এলাকায় রাতের বেলা বেশি সময় রিকশা নিয়ে বের হতেন তিনি। প্রতিদিনের মতো বুধবার (১৩ নভেম্বর) রাতে তিনি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বৃহস্পতিবার সকালে সদরের চকশ্যাম এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে সেসময় কোনো রিকশা পাওয়া যায়নি। এ ঘটনার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জেলার চাঁনপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া রিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করে। 

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, দিলিপ নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনার পর থেকেই পুলিশ তৎপরতা বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া রিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে শুক্রবার প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

চম্পক কুমার/এমএ