সাতক্ষীরায় বাসের মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
সাতক্ষীরার শ্যামনগরে বাসের মুখোমুখি ধাক্কায় শাহিনুর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রবিউল ইসলাম (৪২) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ-শ্যামনগর মহাসড়কের খানপুরের চালতেঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শাহিনুর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইন বাড়ি গ্রামের বারিক গাজীর ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। এছাড়া আহত রবিউল ইসলাম একই ইউনিয়নের মধ্য খলিশাবুনিয়া গ্রামের লোকমান কাগুচির ছেলে।
স্থানীয়রা জানান, রবিউল ইসলামকে নিয়ে ভাড়ায় সাতক্ষীরায় যাচ্ছিলেন শাহিনুর। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ফুলঝুড়ি পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন শাহিনুর ও রবিউল। তাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিন সন্ধ্যা ৬টার দিকে সেখানে পৌঁছালে চিকিৎসক শাহিনুরকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুর্ঘটনায় শাহিনুরের ডান পায়ের হাড় ভেঙে বেরিয়ে যায়। এছাড়া দেহের বিভিন্ন অংশ থেঁতলে যায় এবং দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, এ ঘটনায় বাসচালক বা হেলপারকে আটকের চেষ্টা চলছে।
ইব্রাহিম খলিল/এফআরএস