এসপিএল সিজন-২ শুরু হচ্ছে শনিবার, উদ্বোধন করবেন আশরাফুল
জমকালো আয়োজনে গড়াতে চলেছে চাঁদপুর জেলার অন্যতম বৃহত্তম টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল)। ৩২ দলের অংশগ্রহণে শনিবার (১৬ নভেম্বর) শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। খেলায় আরও অংশগ্রহণ করবেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসসহ বেশ কয়েকজন।
শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেনের হাত ধরে গত বছর টুর্নামেন্টটি শুরু হয়। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে উপলতা স্পোর্টিং ক্লাব। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন দলটি মুখোমুখি হবে জাফরনগর লাল সবুজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
শনিবার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজন। যেখানে তুলা ধরা হবে স্থানীয় সংস্কৃতিকে। অনুষ্ঠান শেষে গড়াবে মাঠের লড়াই। ম্যাচ শেষে সন্ধ্যার পর দর্শকদের জন্য রাখা হয়েছে আতশবাজির ডিসপ্লে।
বিজ্ঞাপন
শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন বলেন, ইতোমধ্যে আমাদের মাঠ প্রস্তুতি হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া ৩২ দলের টুর্নামেন্টটি প্রথম রাউন্ড থেকেই নকআউট পদ্ধতিতে গড়াবে। প্রথম রাউন্ডে মোট ১৬টি ম্যাচ গড়াবে। জয়ী দলগুলো খেলবে দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকে আট দল যাবে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে টিকে থাকা চারটি দল খেলবে সেমিফাইনালে। সেমিতে জেতা দুটি দল নিয়ে গড়াবে শিরোপা মহারণ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে শিরোপার পাশাপাশি দেয়া হবে দেড় লাখ টাকার প্রাইজমানি। রানার্সআপ দল ট্রফির পাশাপাশি প্রাইজমানি পাবে ১ লাখ টাকা।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সবগুলো ম্যাচ সম্প্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে। দেখা যাবে ‘শাহরাস্তি ক্রিকেট একাডেমি’র ফেসবুক পেজ ও ‘ই স্পোর্টস’ পেজ থেকে।
আনোয়ারুল হক/জেএ