নোয়াখালীতে বিএনপির তিন নেতাকে দল থেকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালী হাতিয়া উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- হাতিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির এবং যুগ্ম-সম্পাদক আকরাম উদ্দিন রনি।
বিজ্ঞাপন
জানা যায়, পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে নাম পদবি উল্লেখ করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গত ৯ নভেম্বর আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল ১১ নভেম্বর আপনি নোটিশের জবাব দিয়েছেন। জবাব গ্রহণযোগ্য না হওয়ায় আপনাকে হাতিয়া উপজেলা বিএনপির পদ হতে অব্যাহতি দেওয়া হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক দায়িত্বশীল নেতা ঢাকা পোস্টকে বলেন, হাতিয়ায় যে কয়েকজন হামলা লুটপাট চাঁদাবাজিতে ব্যস্ত, মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, মো. আলমগীর কবির ও আকরাম উদ্দিন রনি তাদের মধ্যে অন্যতম। তাদের এসব অপকর্মের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অব্যাহতি দেওয়ার বিষয়টা অপকর্মকারী সবার জন্য একটা সতর্ক বার্তা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় প্রভাব বিস্তার করে যেই অনিয়ম করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অভিযোগ অস্বীকার করে অব্যাহতি প্রাপ্ত তিন বিএনপি নেতা ঢাকা পোস্টকে বলেন, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। তবে লোকমুখে জানতে পেরেছি আমাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা যথাযথ জবাব দেওয়ার পরও অব্যাহতি দেওয়া হয়েছে। তবে দল আমাদের জবাবগুলো আমলে নেয়নি।
হাসিব আল আমিন/এমএ